নকলায় নকল বনফুল সেমাই কারখানার সন্ধান

ইউসুফ আলী মন্ডল নকলা (শেরপুর) প্রতিনিধি: আজ বৃস্পতিবার বিকেল ৪ টায় নকলা উপজেলায় ভ্রামম্যান আদালত ও র‌্যাবের অভিযানে নকল বনফুল সেমাই কারখানায় অভিযান চালিয়ে জব্দ করা মালামাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় নকলা উপজেলার কায়দা গ্রাম থেকে আঙ্গুর মিয়ার কারখানা ও কায়দা গ্রাম থেকে জলিল মিয়ার তৈরী নকল বনফুল সেমাই ৪ হাজার প্যাকেট আগুনে পুড়ে ধ্বংস করা হয়। একই সাথে ২ জন নকল ব্যবসায়ীকে নকল পণ্য তৈরীর দায়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ঐ ২ কারখানা সিলগালা করা হয়। এরপর ভ্রাম্যমান আদালত নকলা শহরে আরো কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেন।

নকলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহমেদ ও জামালপুর র‌্যাব শাখার (১৪) এর এ এসপি এমএম সবুজ রানা । ঐ দিনই অভিযান পরিচালনা করে ম্যাজিস্ট্রেট ও র‌্যাবের দল আরো ৬ টি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে দুই জনকে আটক করেন , এবং কিছু মালামাল জব্দ করা হয় ।

 

নকলায় নকল বনফুল সেমাই কারখানা
Comments (0)
Add Comment