তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর : মেহেরপুরের কৃষকদের আর্থিক ও শ্রমিক সংকট নিরসনে জমির ধান কেটে দিয়েছে জেলা যুবলীগ৷ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ফরহাদ হোসেন এমপির নির্দেশনায় সদর উপজেলাধীন গোভীপুর গ্রামের কৃষক আনারুল ইসলামের দেড় বিঘা জমির ধান কেটে দেওয়া হয়।
মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল বলেন, গত দুই বছর করোনার কারণে আসতে পারছে না। ফলে পাকা ধান ঘরে তুলতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে চাষিরা। এই জন্য কৃষকের পাশে যুবলীগ দাড়িয়েছে। এসময় তার নেতৃত্বে কৃষকের ধান কাটায় অংশ গ্রহন করেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক শফিক কামাল পলাশ, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম আনু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারন সম্পাদক তহিদুল ইসলামসহ নেতার্কমীরা।