তৌহিদ উদ দৌলা রেজা : এই করোনার মাঝেও সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের সামাজিক সংগঠন ‘মেহেরপুর ভাবনা’ দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৭০ জন শিশু ও বয়স্ক নারীদের ঈদের নতুন পোশাক এবং ৩০ টি পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনায় কর্মহীন শ্রমজীবি মানুষ, মানুষের এই কষ্টের মাঝেও ঈদের আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন।
শিশুদের নতুন জামা কাপড় ও বয়স্ক মানুষের মাঝে, সেমাই, চিনি, সাবানসহ খাদ্য সামগ্রী দেওয়া হলে খুশিতে ভরে ওঠের সবার মুখ। সংগঠনের সেচ্ছাসেবকরা নিজেদের পকেট খরচের টাকা ও স্বচ্ছল মানুষদের সহযোগীতা নিয়েই অসহায় মানুষের পাশে দাড়িয়েছে মেহেরপুর ভাবনা। রমজানে তাদের তৃতীয় বারের মতো আয়োজন এটি। প্রথম ধাপে ১শ জনকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে জানিয়েছেন প্রধান সমন্বয়কারী রাতুল আহমেদ রাহুল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তানভীর আল মামুন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সদস্য নুসরাত, মিম, আখী, মাইমুনা, টিনা, মিমি, দ্বীপ, সোনালী প্রমুখ।