কমল চন্দ্র রায় (নিজস্ব প্রতিবেদক) : দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার কলেজ মোড়ে সকাল আনুমানিক সাড়ে ৬টা ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২জন নিহত এবং ১জন আহত হয়। ১০ মে সোমবার সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
কাহারোল উপজেলা ১৩ মাইল গড়েয়া গ্রামের বাসিন্দা এরশাদ আলী (৩৫) পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা বাদল ইসলাম। খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, কাঠের গুরিবাহী ট্রাক্টর ও ইটবাহী ট্রাকের বেপরওয়া গতিতে চলার কারনে সকালে রানীরবন্দর কলেজ মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও ট্রাক্টর চালক গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তির জন্য প্রেরণ করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। অপরদিকে একইদিনে জেলার কোতয়ালী উপজেলার আমবাগান নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে একটি বাস খাদে পরে বাসযাত্রী গুরুত্বর আহত হন অনেকে ৷