নিজস্ব প্রতিনিধি : পাবনা সদর উপজেলা হেমায়েতপুর ইউনিয়নের সাধুপাড়া জুটপট্রিতে জেলা পরিষদের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঈদের আগের দিন পাকা ঘর পেয়ে খুশি মোছা: হালিমা বেগম।
আজ বৃহস্পতিবার বিকেলে ঘরটির উদ্ধোধন করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
এসময় এমপি গোলাম ফারুক প্রিন্স বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, অসচ্ছল মানুষদের পাশে আছেন তিনি। সাধারণ মানুষ দুবেলা দুমুঠো অন্ন ও বাসস্থলের ব্যবস্থা হয় সে লক্ষে কাজ করছে বর্তমান সরকার।
সারা বিশ্ব যখন করোনাভাইরাস মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে, তখনও সাধারণ মানুষের পাশে আছেন সরকার। তাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান করে ঈদ উদযাপন করার আহ্বান জানান সাংসদ গোলাম ফারুক প্রিন্স।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজন ভূষণ রায়, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকিসহ স্থানীয় নেতৃবৃন্দ।