পাবনা জেলা কারাগারে উন্নতমানের খাবার বিতরণ ও ঈদের জামাত অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পাবনা জেলা কারাগারে বন্দিদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেল সুপার মোঃ শাহ আলম খান বন্দিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কারা মহা পরিদর্শক মোঃ মোমিনুর রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী পড়ে শোনান। এরপর কারা অভ্যন্তরে স্বাস্থ্যবিধি মেনেই উৎসবমূখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বন্দিদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। খাবার তালিকায় সকালের নাস্তায় পায়েশ মুড়ি, দুপুরের খাবারে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, মুরগীর মাংস, ডিম, ছোলার ডাল, কোমল পানীয় এবং রাতের খাবারে সাদা ভাত, আলুর দম, রুই মাছ দেওয়া হয়। খাবার পরিবেশনের সময় পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, জেল সুপার মোঃ শাহ আলম খান, জেলার আব্দুল্লাহেল আল আমিন উপস্থিত ছিলেন। ঈদের এই খুশির দিনে উন্নতমানের খাবার ও শুভেচ্ছা বিনিময়ের ব্যবস্থা করায় কারা কর্তৃপক্ষকে বন্দিরা ধন্যবাদ জানিয়েছেন।

পাবনা জেলা কারাগার
Comments (0)
Add Comment