রাঙ্গামাটি প্রতিনিধি : মানুষ যখন একটা জিনিসপত্র হারিয়ে যায় অথবা আগুনে পুড়ে যায় চোখের পানি চলে আসে। মন থাকে অশান্তির মধ্যে ঘুমিয়ে পড়লে আসে না ঘুম। মানসিক যন্ত্রণার মতো ছটপট করে মন। ঠিক সেই অবস্থা হলো রাঙ্গামাটি শহরের দেবাশীষ নগরের বাসীন্দা কমল মোহন চাকমার। তিনি সদর উপজেলার এলজিডির এমএলএসএস পদে চাকরি করেন বলে জানা যায়।
রোববার (১৬ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়াই কোনকিছু রক্ষা করতে পারেনি ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ৫ টার দিকে আগুন আগুন চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে।এলাকাবাসীর সহযোগিতায় কিছুটা নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের অফিসে কল দিলে তারা ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া বাড়ির মালিক অমল মোহন চাকমা জানান, আমি বাড়িতে আসার আগে তখন বিদ্যুৎ ছিল না। হঠাৎ করে আমি আাসার সাথে সাথে বিদ্যুৎ চলে আসে। বিদ্যুৎ আসার পর গোসল করে অফিসে চলে গেছি। বিদ্যুতের লোডশেডিং এর কারণে তখন শর্ট সার্কিটের মাধ্যেমে আগুন লাগে। এতে আগুনে ৩-৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আগুন নিয়ন্ত্রণের পর রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন।