পাবনা প্রতিনিধি : পাবনায় করোনা ভাইরাসের দূর্যোগ সময়ে স্কয়ার গ্রুপের সহযোগিতায় জেলা যুবলীগ উদ্যোগে ধারাবাহিক ভাবে কর্মহীন অসহায় পরিবারের হাতে তুলে দেয়া হয় ৫ দিনের সমপরিমান খাদ্য সামগ্রী ও একটি করে গাছের চারা।
রবিবার (২৮ জুন) সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের খতিব আব্দুল জাহিদ স্কুল মাঠে ঐ এলাকার ক্ষতিগ্রস্থ্য শ্রমজীবি দরিদ্র অসহায় ১১শ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী ও প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির ঘোষনার আলোকে প্রতিটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয় বিভিন্ন প্রজাতির একটি করে গাছের চারা।পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের তত্বাবধায়নে জেলা ও ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীরা এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খানসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্ধ।
স্কয়ার গ্রুপের সহযোগিতায় জেলা যুবলীগ করোনা কালীন সময়ে পাবনা পৌর এলাকাসহ সদর উপজেলার ৯টি ইউনিয়নে এ পর্যন্ত প্রায় ১৬ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
এছাড়া আগামী দিনেও সকল খাদ্য সহায়তার সাথে উপহার হিসাবে থাকবে একটি গাছ। যে গাছ গুলো প্রতিটি পরিবার নিজ দায়িত্বে বাড়ির আঙ্গিনায় লাগাবেন বলে জানালেন আয়োজকরা। খাদ্য কর্মসূচি বিতরণ শেষে স্কুল মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।