রোয়াংছড়িতে আগুনে পুড়ে গেছে ৭০টি বসতঘর

মো: শিপন: বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়ির তালুকদার পাড়ায় আগুনে ৭০টি বসতঘর পুড়ে গেছে। সোমবার (১৭ মে ২০২১) রাত একটার দিকে এ ঘটনা ঘটে। উপজেলার তালুকদার পাড়ার বাসিন্দা থোয়াইহ্লাপ্রু মারমার বাড়ির চুলার থেকে আগুনের সূত্র পাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। আগুনে ক্ষতিগ্রস্ত উচিংনং মারমা, ক‍্যশেথোয়াই মারমা, উম্রাচিং মারমা, ওয়াংম্রাচিং, মাসাংপ্রু মারমা অংশৈথুই মারমা বলেন, গভীর রাতে পাড়াবাসীদের চিৎকারের শব্দ শুনে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আগুন চার দিকে ছড়িয়ে পড়ছে।

চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে। এত আগুন নিবানো সম্ভব নয় । রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন তালুকদার পাড়া অগ্নিকাণ্ডের খবর শুনে আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগ্নি নির্বাপন কাজ করছি। আগুনের ৭০টি বসতঘর পুড়িয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্তের পরে বলা যাবে। ঘটনাস্থলে পরিদর্শনের এসে উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা বলেন,আগুনে বেশিরভাগ ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা দেওয়া হবে।

বান্দরবানরোয়াংছড়িতে আগুনে পুড়ে গেছে ৭০টি বসতঘররোয়াংছড়ির তালুকদার পাড়া
Comments (0)
Add Comment