কাপ্তাই প্রতিনিধি : সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাপ্তাই প্রেসক্লাব।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রথম আলোর সাংবাদিক উপর ঘটে যাওয়া ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করে প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ১৯ মে বিবৃতিতে স্বাক্ষর করেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক সাংবাদিক মাহফুজ আলম ও কার্যনির্বাহী কমিটির সদস্য রিপন মারমা।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,কোন সাংবাদিককে ঔপনিবেশিক গোপনীয়তা আইনের ওযুহাত দেখিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়রানী পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।অবিলম্বে এই হেনস্তার অবসান এবং সাংবাদিক রোজিনার মুক্তিসহ ন্যায্য বিচার পাওয়ার দাবি ও মামলা প্রত্যাহারের আহবান জানান গণমাধ্যম কর্মীরা।