বাংলা ভুটান ট্রানজিট সড়ক পুর্ণরায় শুরু হচ্ছে পণ্য পরিবহন

নকলা (শেরপুর) প্রতিনিধি: মাননীয় প্রধান মন্ত্রীর নিদের্শনায় শেরপুরের নাকুগাঁও বন্দর সড়ক বাংলা ভুটান ট্রানজিট সড়কে নিয়মিত পণ্য পরিবহন চলছে। প্রতিদিন আসছে ভারত থেকে কয়লা ও পাথর একই সাথে নকলার অংশ হয়ে ৬৫ কিলোমিটার সড়ক প্রসস্তকরণ মজবুতিকরণ শুরু হয়েছে। সড়ক মহাসড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ,সচিব নজরুল ইসলাম অতিরিক্ত প্রধান প্রকৌশলী ময়মনসিংহ মাঈনুল হক , শেরপুর নির্বাহী প্রকৌশলী খন্দকার শরীফুল আলম দেখাভাল দায়িত্বে রয়েছেন। ১হাজার কোটি টাকা ব্যায় করে সড়কের কাজ শুরু করা হয় গত নভেম্বর মাসে শেষ হবে ২০২৪ সালে জুলাই মাসে।সড়কটি বাস্তবায়ন হলে রাজধানীর সাথে পাহাড়ী অঞ্চল শেরপুর জেলার ২৫ লাখ মানুষ সহ সোয়া কোটি লোকের যাতায়াত সুর্গম হবে।

সাধারণ জনগন গাড়ি চালক পণ্য পরিবহন কারীরা বলছেন ঢাকার সাথে যোগায়োগের সেতুবন্ধনে তারা ৮ ঘন্টার স্থলে ৩ঘন্টায় পৌছঁতে স্বক্ষম হবে। ২৬ মে বুধবার সড়কের উন্নয়ন কাজ সরজমিনে দেখে কাজের সন্তোষ্টি প্রকাশ করেছেন তত্বাবধায়ক প্রকৌশলী জামালপুর সার্কেল মো: জাহাঙ্গীর আলম , শেরপুর নির্বাহী প্রকৌশলী শেরপুর খন্দকার শরীফুল আলম। সড়কটি বাস্তবায়ন হলে নেত্রকোনা, ময়মনসিংহ, ধোবাউড়া, হালুয়াগাট, ফুলপুর, নকলা , নালিতাবাড়ি, শেরপুর সদর, জামালপুর উত্তর বঙ্গসহ কোটি মানুষের যাতায়াত সুগম হবে। ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান এ সড়কের কাজ বাস্তবায়ন করছেন। ১ম অংশে মের্সাস রানা বিল্ডার্স লিঃ ৩৫ কিলোমিটার,মাসুদ হাইট্রেক লিঃ ১৪ কিলোমিটার , মের্সাস রিজভী কনস্টাকশন লিঃ ১৫ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজে চুক্তিবদ্য হয়েছেন। সড়কের ৩০% কাজের অগ্রগতি হয়েছে ।

 

বাংলা ভুটান ট্রানজিট সড়ক পুর্ণরায় শুরু হচ্ছে পণ্য পরিবহন
Comments (0)
Add Comment