রাঙ্গামাটি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফটবল বালক (অনুধর্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল বালিকা (অনুধর্ব-১৭) টুর্নামেন্ট প্রতিযোগিতা-২০২১ রাঙ্গামাটি সদর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ মে) বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এবং রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন, রাঙ্গামাটি সদর উপজেলা প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। এসময় আরো উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান, সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রমূখ।
সমাপনী খেলায় বালিকা বিভাগে কুতুকছড়ি টাইব্রেকে ৪ – ৩ গোলে মগবানকে এবং বালক বিভাগে বালুখালী ২ – ০ গোলে সাপছড়িকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। উপজেলা পর্যায়ে খেলায় সদর উপজেলার ৬ টি ইউনিয়নের ১২ টি দল অংশ নেয়।