একটি বাড়িও যাতে নদীগর্ভে বিলীন না হয় সেজন্য কাজ করা হবে-সাংসদ আহমেদ ফিরোজ কবির

পদ্মা নদীর ভাঙ্গন থেকে বিলমাদিয়া জামে মসজিদ ও আশে পাশের বসত বাড়ি-ঘর রক্ষার্থে জরুরী ভিত্তিতে অস্থায়ীভাবে নদী ভাঙ্গন প্রতিরোধ কাজের শুভ উদ্বোধন করেছেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ।

নিজস্ব প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন থেকে বিলমাদিয়া জামে মসজিদ ও আশে পাশের বসত বাড়ি-ঘর রক্ষার্থে জরুরী ভিত্তিতে অস্থায়ীভাবে নদী ভাঙ্গন প্রতিরোধ কাজের শুভ উদ্বোধন করেছেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। আজ ৪ জুলাই সকাল ১০ টায় বিলমাদিয়া জামে  মসজিদ কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে অস্থায়ী ভিত্তিতে নদী ভাঙ্গন প্রতিরোধ কাজের উদ্বোধন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ।

এ সবময় উপস্থিত ছিলেন মানিকহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ মজিদ শাহ্ ঝন্টু,মানিকহাট ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছায়েন উদ্দীন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফররুখ কবীর বাবু,সুজানগর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সুজানগর মহিলা ডিগ্রী কলেজেের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডল, আওয়ামী লীগ নেতা আয়নাল হোসেন, আবুল হাশেম সহ বিলমাদিয়া জামে  মসজিদ কমিটির মুসুল্লিগন ও উক্ত এলাকার আব্দুল কুদ্দুস, রজব আলী প্রামাণিক, লোকমান, সানাউল্লাহ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।

বিডি২৪ভিউজ কে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন জনগনের ভোটে নির্বাচিত হয়েছি সব সময় জনগনের পাশে আশি এবং যতদিন বেঁচে থাকব সুখে দুখে এ এলাকার মানুষের পাশে থাকব । তিনি আরো বলেন একটি বাড়িও যেন নদী গর্ভে বিলীন না হয় সে জন্যে আমরা সব সময় কাজ করে যাচ্ছি, সব সময় খোঁজ খবর রাখছি, এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সব সময় সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ।

মানিকহাট ইউনিয়নের বিলমাদিয়া জামে মসজিদ ও রাইপুরে প্রথম ১৭৫ কেজি ওজনের ১০০০ বস্তা জিইও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করা হলো পর্যায়ক্রমে,সাতবাড়িয়া,গুপিনপুর,ভাটপাড়া, মাজপাড়া, মালিফা, মালফিয়া, ইন্দ্রোজিৎপুর, উদয়পুর, নাজিরগঞ্জ  সহ ভাঙ্গন কবলিত সকল এলাকায় অস্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধ মূলক ব্যবস্থা নেওয়া হবে । বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো:আব্দুল হামিদ জানান এখন জরুরীভাবে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করা হচ্ছে ,স্থায়ীভাবে ভাংঙ্গন প্রতিরোধের ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে আশা করি বর্ষা মৌসুম শেষ হলে স্থায়ীভাবে পদ্মানদী ভাঙ্গনের ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আহমেদ ফিরোজ কবিরআহমেদ ফিরোজ কবির এমপিপাবনাপাবনা জেলা আপডেট নিউজবিডি২৪ভিউজমানিকহাট ইউনিয়নসুজানগর উপজেলাসুজানগর উপজেলা নিউজ
Comments (0)
Add Comment