সত্যেন্দ্রনাথরায় নীলফামারী প্রতিনিধিঃ সুর্যমুখীর ব্যাপক ফলন হলেও বিক্রী করতে না পাড়ায় বিপাকে পড়েছে প্রান্তিক কৃষক। হরিনচড়া ইউনিয়নের সাল্টু বর্মনের ছেলে নিভারন রায় বলেন, মুই ৬৫ শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করিছু সবতো খাবার নাগিবেনা, বিক্রী করিম কোন লোক, পাইকার কাকো পাছোনা পলাশবাড়ী ইউনিয়নের চটকু বর্মনের ছেলে দিপক রায়, নীলফামারী জেলার সব উপজেলায় একই কথা বলেন কৃষক । এবারে নীলফামারীতে দুইশত ৬৫ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষাবাদ হয়,পার হেক্টর ২ টন ফলন হয়, নীলফামারী কৃষিসম্প্রসার অধিদপ্তরের ডি ডি আবু বক্কর সিদ্দিক জানান। তিনি আরো বলেন আমাদের মুলকাজ হলো কৃষকের ফলনবৃদ্ধি করা।
তা ছারা সচিব পর্যায় পর্যন্ত বিষয়টি অবগত করা হয়েছে। কৃষক দাম না পাওয়ার বিষয়ে নীলফামারী কৃষি বিপনন অধিদপ্তরের মার্কেটিং অফিসার এটি এম এরশাদ আলমের মুঠোফোনে জানতে চাইলে বলেন, নতুন কোন পন্য উদপাদন হলে তার ভোক্তা, বাজার জাত ক্রাশিং, বিপনন ব্যাবস্থা তৈরি করা একটা সময় প্রয়োজন। কৃষকের জন্য অবশ্যই ইতিবাচক ব্যবস্থা করা হবে।