বিদায় পাবনা বিদায় — গৌতম কুমার বিশ্বাস

অধম এই সন্তানেরে হে পাবনা মাতা রাখিও আপনার করে দিও মায়া ও মমতা।

বিদায় পাবনা বিদায়
—— গৌতম কুমার বিশ্বাস
********************

সুলক্ষণা মমতাময়ী
হে মাতা পাবনা
রেখেছিলে বক্ষে আগলে
রে অচেনা।

কর্ম নিয়ম মত
এসেছিলাম হেথায়
তব সন্তানসম
দিয়েছিলে ঠায়।

স্মৃতি মাঝে ভাসে
কত শত দিনক্ষণ
তোমার সেবার ব্রতে
কত সহস্র ঘটন।

শান্ত্রিসেপাই নিয়ে
অহ নিশি দিন
পাহারা দিয়েছি যেন থাকে·
শান্তি অমলিন।

কেবা ধনী কেবা গরীব
করিনি বিভেদ
সাধ্যের সব দিতে
করিনি তো ক্লেদ।

যাতনা বা যতন
যেখানে যা খাটে
করেছি প্রয়োগ সেটা
আইন আলোকে।

দুষ্টের দমন আর
গুণীর সম্মান
নিশ্চিত করতে চেষ্টা
ছিলো সর্বক্ষণ।

তবুও মানুষ আমি
ভুলের উর্ধ্বে নয়
ক্ষমা করিও মাতা
তোমা স্নেহ সুধায়।

অধম এই সন্তানেরে
হে পাবনা মাতা
রাখিও আপনার করে
দিও মায়া ও মমতা।

 ০৪/০৭/২০২০ পাবনা।

গৌতম কুমার বিশ্বাস
Comments (0)
Add Comment