মোশাররফ হোসেন, মদন, নেত্রকোণা : নেত্রকোণা মদন পৌরসভার অটো ভাড়া যাত্রী নিয়ে সংঘর্ষের ঘটনায় ৫ই মে মদন থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এতে জাহাঙ্গীরপুর ৬নং ওয়ার্ডের আব্দুল কাদিরের ছেলে তোফায়েল ও বাতেন সহ মোট ১৩জনকে আসামী করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে নুরুর হকের সাথে অটো যাত্রী নিয়ে বাকবিতন্ডা হয় তোফায়েলের সাথে। তারই জের ধরে গত ৫ই মে মৃত আব্দুল রশিদের ছেলে বাতেন মিয়ার লোকজন অতর্কিতভাবে বাদীর বাড়িতে গিয়ে হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হয় আব্দুল খালেকের স্ত্রী নুরেছা আক্তার ও মৃত জালাল উদ্দিনের স্ত্রী কামরুন্নেহার এবং নুরুল আলমকে বেধর মারপিট করে ফোলা জখম করে। পরবর্তীতে আশপাশের লোকজন জখমীদ্বয়কে উদ্ধার করিয়া মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত ৭ই জুন আহত জখমীদের অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এ প্রতিনিধিকে বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।