পাবনার সাঁথিয়ায় অটোরিকশা চালককে পায়ের রগ কেটে হত্যা

পাবনার সাঁথিয়ায় অটোরিকশা চালককে পায়ের রগ কেটে হত্যা
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় সেলিম হোসেন (২৫) নামের এক অটোরিকশাচালকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।
নিহত সেলিম সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর গোছাইপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন প্রামাণিকের ছেলে। সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রাতের কোনো একটা সময় তাকে হত্যা করা হতে পারে। তার দুই পায়ের রগ কাটা আছে। তবে অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা ঘটনাস্থলে আসছি। বিস্তারিত পরে জানাতে পারব।
পাবনার সাঁথিয়ায় অটোরিকশা চালককে পায়ের রগ কেটে হত্যাসাঁথিয়া
Comments (0)
Add Comment