রাঙ্গামাটিতে সুবিধাভোগী ২৫জনকে ১০হাজার টাকা করে অনুদান বিতরণ

রাঙ্গামাটিতে সুবিধাভোগী ২৫জনকে ১০হাজার টাকা করে অনুদান বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সংসদ সদস্য ২৯৯ আসন এর অনুকূলে ২০২০-২০২১ অর্থ বৎসরের ঐচ্ছিক তহবিলের সুবিধাভোগী ২৫ জনকে ১০ হাজার টাকা করে আড়াই লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকাল ৩টায় রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ করেন রাঙ্গামাটি ২৯৯ সংসদ সদস্য এমপি দীপংকর তালুকদার। অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা, সদর উপজেলা পরিষদের প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ সোলাইমান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ ও সুবিধাভোগীরা প্রমূখ।

রাঙ্গামাটিতে সুবিধাভোগী ২৫জনকে ১০হাজার টাকা করে অনুদান বিতরণ
Comments (0)
Add Comment