আরো ৭৩ পরিবার পাচ্ছে ঘরের ঠিকানা সাংবাদিক সম্মেলনে- কাপ্তাই উপজেলা প্রশাসন

মাহফুজ আলম, কাপ্তাই : আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ স্লোগানকে সামনে রেখে প্রধান কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান( ২য় পর্যায়ে) কার্যক্রমের উদ্বোধন সম্পর্কে কাপ্তাই উপজেলা প্রশাসনের সন্মেলন কক্ষে ১৭ জুন বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসিব জাহান সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। মুজিব বর্ষ উপলক্ষে কাপ্তাই উপজেলায় ২য় পর্যায়ে ৭৩টি ভুমিহীন ও গৃহহীন ঘর পাচ্ছেন । সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানালেন কাপ্তাইয়ের ইউএনও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন রবিবার সকাল সাড়ে ১০টায সারাদেশে নির্মিত ৫৩ হাজার ৩শ’ চল্লিশটি ঘরের সাথে কাপ্তাই উপজেলার ২য় পর্যায়ে নির্মিত ৭৩টি ঘর উপকারভোগীর মাঝে বিতরন করবেন। প্রেস ব্রিফিং কালে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল হান্নান, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মো: মনিরুল ইসলাম চৌধুরীসহ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজ আলম, রিপন মারমা, কাজী মোশারফ হোসেন, নজরুল ইসলাম লাভলু, ঝুলন দত্ত ও কবিরুল ইসলাম ।

কাপ্তাই উপজেলা প্রশাসন
Comments (0)
Add Comment