জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় পাবনায় বনায়ন কার্যক্রম চলছে

রফিকুল ইসলাম সুইট : জলবায়ু পরিবর্তনের বিরুুপ প্রভাব মোকাবেলায় পাবনায় বনায়ন কার্যক্রম চলছে। বৃক্ষরোপন, চারা উৎপাদন, বিক্রয়, বিতরণ, জনসচেতনাসহ নানা কার্যক্রম চলছে। পাবনা জেলা সামাজিক বনবিভাগ এসব কার্যক্রম বাস্তবায়ন করছে। পাবনা বিভাগীয় সামাজিক বনবিভাগ সুত্রে জানাগেছে জানাযায়, জেলার সাথিয়ায় ১০ কিলোমিটার ষ্ট্রীপ বাগান সৃজনের কাজ চলছে। এ ছাড়াও ৩০ হাজার চারা রোপন করা হয়েছে। জলবায়ু ট্রাষ্ট ফান্ডের আওতায় পাবনায় সংসদ সংসদ সদস্যের আসন ওয়ারি ৫ হাজার করে মোট ২৬ হাজার চারা রোপনের জন্য বিতরণ কার্যক্রম চলছে। জেলায় ৮ উপজেলায় ৭৯ হাজার চারা বিক্রির জন্য উত্তোলন ও বিক্রয় করা হচ্ছে। সরকারি ভাবে প্রত্যেকটি চারার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ টাকা করে।

পাবনা বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, পাবনায় বনবিভাগের নিজস্ব কোন জায়গা নাই। বিভিন্ন বিভাগ ও সংস্থার সাথে চুক্তিভিত্তিক পাবনায় বনায়ন কার্যক্রম করা হয়। তুলনামুলকভাবে পাবনার মানুষ বনায়নের ক্ষেত্রে যথেষ্ট সচেতন। পাবনায় বনায়নের পরিমান সঠিকভাবে না বলতে পারলেও বেশ ভালো অবস্থানে আছে। জলবায়ু পরিবর্তনের বিরুুপ প্রভাব মোকাবেলায় সরকার নানা পদক্ষেপ গ্রহন করেছেন। বনায়নের ক্ষেত্রে পাবনা সামাজিক বনবিভাগ সচেষ্ট রয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় পাবনায় বনায়ন কার্যক্রম চলছেপাবনা বিভাগীয় বনবিভাগপাবনা বিভাগীয় সামাজিক বনবিভাগ
Comments (0)
Add Comment