সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : করোনা ব্যাপক হারে বৃদ্ধি সরকারের ঘোষিত লকডাউন, জনগনের সচেতনতা বাড়াতে কঠোরভাবে নজর দারী করছে প্রশাসন। ৫ জুন সোমবার দুপুরে উপজেলা লাইনঘুন্টির মোরে ইউএনও শাহিনা শবনম, ওসি মোস্তাফিজার রহমান, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল, সব বাহিনীর সঙ্গীয় ফোর্সসহ পথচারী রিক্মাভ্যান, মটরসাইকেল, ট্রাকচালক দের নিয়ম মোতাবেক দুরত্ব বজায় ও মাক্স ব্যাবহার করার জন্য সর্ব সাধারন কে বিনয়ের সহিত আহব্বান জানান। মাইকে ব্যাপক প্রচার প্রাচারনা চালান। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিট্রেট শাহিনা শবনম , মটরসাইকেল, পথচারি, দোকান দারদের কাজ থেকে জরিমানা বাবদ এক লক্ষ্য ৮৩ হাজার টাকা আদায় করেন।