পাবনা প্রতিনিধি : পাবনায় বেড়েই চলছে পদ্মা, যমুনাসহ বিভিন্ন নদ নদীর পানি । কোনটা বিপদ সীমা অতিক্রম করেছে আবার কোথায়ও বিপদ সীমা ছুঁইছুঁই সহ নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, রোববার সকালে যমুনা নদীর পানি নগরবাড়ি মথুরা পয়েন্টে বিপদ সীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পদ্মা নদীর পানি পাকশী হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে বিপদ সীমার মাত্র ৯২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বড়াল নদীর পানি পাবনার ভাঙ্গুড়া পয়েন্টে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তলিয়ে গেছে নদী র্তীরবর্তী এলাকা গুলো। দূর্ভোগে পড়েছে চরাঞ্চলের মানুষ।
স্থানীয়রা বলছেন, দিনদিন নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সঙ্কা বেড়ে গেছে। নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। ডুবে গেছে ফসলি জমিসহ বসত ভিটা। বেশ কিছু রাস্তা ও ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উঠে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
ক্ষতিগ্রস্থরা বলছেন, জমি ঘর হারিয়েছি। গবাদি পশু নিয়ে মহাবিপাকে পড়েছি। এছাড়া আশপাশ ডুবে যাওয়ায় গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। কোরবানী পশুগুলো যখন বিক্রি করার সময় ঠিক সে সময়ে শরীর ভেঙ্গে গেছে। ক্রেতারা দামই বলছেন না। এদিকে সুযোগ নিচ্ছেন অসাধু গো খাদ্য ব্যবসায়ীরা।
জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্থদের তালিকা দেবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বররা। তারা তালিকা দিলে ক্ষতিগ্রস্থদের সরকার সহায়তা দেয়া হবে।
এদিকে ভাঙ্গন প্রতিরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আর ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করছে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধির।