নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামে ঘটনাটি ঘটে। জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে বিজয় চন্দ্ররায় এর ছেলে হিরন্ময়, (৩৬) রনি (৩৩) ৮ জুলাই বৃহস্পতিবার সকালে একই প্রতিবেশী সুরেন্দ্র, সত্যেন্দ্র, দুলাল, রঞ্জন, এর বাড়ি থেকে বেরানোর রাস্তায় বাশেঁর খুটি পুতে বাঁশের ঝিকরের বেরা ও গাছ লাগিয়ে বাধা সৃষ্টি করে রাস্তা বন্ধ করেদেন, বিজয় এর দুই ছেলে। কিছু মানুষের মানবিকতাকে বর্তমানে এক চরম দ্বৈন্যতার রুপনিয়েছে। পত্রিকা টিভির চ্যানেলের শিরোনামে প্রায়, প্রায় খবর পাওয়া যায়। রাস্তাটি বহুকাল ধরেই তারা ব্যবহার করে আসছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিডি২৪ভিউজ কে জানান আমার মেম্বার পাঠাচ্ছি যদি কথা না মানে তারপর ব্যবস্থা হবে। কিছুক্ষণ পড়ে মেম্বার শরিফুল ইসলাম, খগেন্দ্র নাথ রায় এসে রাস্তায় লাগানো গাছ ও বেরা তুলেদেন। এ ঘটনায় এলাকায় ও পরিবার মানুষের গুলোর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া ক্ষোভের সঞ্চার সৃস্টি হয়েছে ।