মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : রাঙামাটির রাজস্থলী ও কাপ্তাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যাক্তি নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮জুলাই) চন্দ্রঘোনা থানার আওতাধীন ২ নং রাইখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া কারিগর পাড়া-পানছড়ি ইটের সলিং রাস্তার পাশে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। এব্যাপারে চন্দ্র থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী নিশ্চিত করে জানান প্রাথমিক ভাবে নিহত ব্যাক্তির নাম.ঠিকানা জানা যায়নি, ঘটনার পরের দিন ৯ জুলাই শুক্রবার দুপুরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়, নিহত ব্যাক্তির নাম অংথোয়াইছিং মারমা, তার দেশের বাড়ি রাইখালী ইউনিয়নের গবাছড়া গ্রামে। এ গঠনায় নিহতের স্ত্রী ম্রা নাই ছিং মারমা বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শুক্রবার মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে পাঠানো হয়েছে। মামলা নম্বর – ১, তারিখ – ৯/৭/২০২১ ইং। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে,চন্দ্রঘোনা থানায় নারানগিরি ও মিতিয়াছড়ি এলাকায় সস্ত্রাসী সংগঠনের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গুলি বিনিময় হয়.এঘটনায় এক ব্যাক্তি নিহত হয় বলে জানা গেছে। রাইখালি ইউনিয়ন চেয়ারম্যান সায়ামং মারমা বলেন, রাত সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে গভীর রাতে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন।।