পাবনা প্রতিনিধি : মানবদেহের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে পাবনা শহরে আড়তদার এবং মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।
রোববার দুপুরে শহরের মাছুম বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন।
মোহাম্মদ আবুল হাসনাত বলেন, লকডাউনে বাজার তদারকি করতে গিয়ে মাছুম বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করতে দেখা যায়। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আড়তদার রনি হোসেন (২২) কে পাঁচ হাজার টাকা এবং মাছ বিক্রেতা আব্দুর রউফ কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাছ জব্দ করে মাটিতে পুতে বিনষ্ট করা হয়। অভিযানে জেলা মৎস্য কার্যালয়ের মাঠ সহকারী মিজানুর রহমান এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।