রাঙ্গামাটি প্রতিনিধি : মহামারি কোভিড-১৯ এর কারণে লকডাউন চলমান থাকায় রাঙ্গামাটির সদর উপজেলাধীন ৬নং বালুখালী ইউনিয়নে দুঃস্থ পরিবার প্রধানদের নগদ ৫০০ টাকা হারে মানবিক সহায়তা (অর্থ) প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ৬নং বালুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১, ২ ও ৩ ওয়ার্ডের ১৯৪ পরিবারের মাঝে এই নগদ অর্থ তুলে দেন সদর উপজেলা প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। এসময় ৬নং বালুখালী ইউনিয়ন পরিষদের সচিব প্রকাশ তালুকদার, ৭নং ইউপি সদস্য মনিক্যা চাকমা, ৮নং ইউপি সদস্য সুমেধ চাকমা, সংরক্ষিত ১, ২ ও ৩ নং ইউপি মহিলা সদস্য জীবনশ্রী ত্রিপুরাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা (অর্থ) বিতরণকালে ইউপি সচিব প্রকাশ তালুকদার জানান, আজকে ১, ২, ৩ নং ওয়ার্ডে ১৯৪পরিবারকে ৫০০টাকা হারে ৯৭হাজার টাকা বিতরণ করেছি এবং মোট হলো ৫৮১পরিবার এর মধ্যে ৪, ৫, ৬, ৭, ৮, ৯ নং ওয়ার্ডে পর্যায়ক্রমে ৩৮৭ পরিবারের মাঝে ১লক্ষ ৯৩হাজার ৫০০টাকা বিতরণ করা হবে।