রাঙ্গামাটি প্রতিনিধি : বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউন চলমান থাকায় রাঙ্গামাটির সদর উপজেলার ২নং মগবান ইউনিয়নে কর্মহীন দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মগবান ইউনিয়নের বড়াদম বাজারে ৩৮১পরিবারের মাঝে ৫০০টাকা হারে মোট ১লক্ষ ৯০হাজার ৫০০টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ১নং ইউপি সদস্য সজিব চাকমা, ২নং ইউপি সদস্য মো. নাসির উদ্দিন, ৪নং ইউপি সদস্য বহুল তঞ্চঙ্গা, ৫নং ইউপি সদস্য দিপুরন চাকমা, ৬নং ইউপি সদস্য নমরজীব চাকমা, ৭নং ইউপি সদস্য মংথোয়াই মারমা, ৮নং ইউপি সদস্য সুখী কুমার তঞ্চঙ্গা, ৯নং ইউপি সদস্য চিরনজিৎ তঞ্চঙ্গা প্রমূখ। চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া এসব দুঃস্থ পরিবার প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।