ঈশ্বরদীতে মোটরসাইকেলসহ ২ চোর আটক

ঈশ্বরদীতে মোটরসাইকেলসহ ২ চোর আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেলসহ সোহান গাজী (২৪) ও মাহিন বিশ্বাস (২১) নামে চোর সিন্ডিকেটের দুই যুবকে আটক করা হয়েছে।

পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৮ জুলাই ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের হাসেম আলির বাড়ী থেকে মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে মোটরসাইকেল চোরচক্র নিয়ে অনুসন্ধানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চোরচক্রের দুই সদস্যকে আটকসহ মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) শহিদুল ইসলাম জানান, দুই যুবকের দৃশ্যমান কোন পেশা নেই। মোটরসাইকেল চুরিই তাদের আসল পেশা। পাবনা জেলার বিভিন্ন স্থানে একাধিক মোটর সাইকেল চুরির তথ্য দুই চোর পুলিশকে দিয়েছে বলে জানান তিনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসীর উদ্দীন বলেন, দুই চোরকে হাসেম আলির দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। মোটরসাইকেল চুরির বিষয়ে আরও তথ্য পেতে তাদের রিমাণ্ডে নেয়ার আবেদন জানানো হবে বলে জানিয়েছেন ওসি।

ঈশ্বরদীঈশ্বরদী আপডেট নিউজঈশ্বরদী উপজেলাঈশ্বরদীর সংবাদ
Comments (0)
Add Comment