পাবনা প্রতিনিধি : পাবনা মানসিক হাসপাতালেও মহামারী করোনা ভাইরাসের থাবা পড়েছে। ইতোমধ্যেই ১২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি তিন চিকিৎসক ও সাত জন নার্সও করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডা. মাসুদ রানা সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি মাসেই বেশ কয়েকজন ভর্তি রোগীর করোনা উপসর্গ দেখা দেয়। প্রথমে তাদের হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছিল। পরবর্তীতে বাকি রোগীদের নিরাপত্তার স্বার্থে হাসপাতালের ব্যবস্থাপনায় করোনায় আক্রান্ত ১২ জনকে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকলে নতুন কোনো রোগীকে ভর্তি নেওয়া হবে না বলে জানিয়েছেন ডা. মাসুদ রানা।
তিনি আরও জানান, উপসর্গ দেখা দেওয়া গত ১৩ জুলাই নমুনা পরীক্ষা করতে দেওয়া হলে ১২ জনের করোনা পজিটিভ আসে। রোগীর পাশাপাশি হাসপাতালের তিন জন চিকিৎসক ও সাত জন নার্সও করোনায় আক্রান্ত হয়েছেন। তারাও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।