মোঃ আবু নাছির, ফরিদপুর জেলা প্রতিনিধি : আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী ভাবে পশুর হাট বসেছে। এদিকে সরকার লকডাউন শিথিল করায় এসকল হাটগুলোতে ক্রেতা-বিক্রেতা ও উৎসুক জনতার প্রচুর ভিড় রয়েছে।
কেউ মানছেন না সামাজিক দূরত্ব, ব্যবহার করছেনা মাস্ক। যার কারণে করোনা সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। রবিবার বিকালে উপজেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট ঝাটুরদিয়া। হাটে সামাজিক দুরত্ব না মানার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল। এসময় তিনি বিভিন্ন জনকে আইন অমান্য করার দায়ে বিভিন্ন ভাবে জরিমানা করেন এবং সকলকে সতর্ক করেন।