পাবনায় অল ইন ওয়ান প্ল্যাটফর্ম’ এর ফটোগ্রাফি কনটেস্টের’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পাবনায় অল ইন ওয়ান প্ল্যাটফর্ম’ এর ফটোগ্রাফি কনটেস্টের’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পাবনা প্রতিনিধি: ফেসবুক ভিত্তিক সামাজিক গ্রুপ ‘অল ইন ওয়ান প্ল্যাটফর্ম’ এর উদ্যোগে সোমবার বিকেলে ‘মোবাইল ফটোগ্রাফি কনটেস্টের’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবাইল ফটোগ্রাফী কনটেস্ট স্পনসর ‘ডাক্তার-খানা’ চেম্বারের ডাক্তার মোঃ জহির খান জুয়েল ও গ্রুপের চিফ এডমিন নাজনীন খান কেয়া। স্পনসর ও অতিথিবৃন্দ কনটেস্টে অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় পুরস্কার হাতে পেয়ে আনন্দিত হন বিজয়ীরা। উল্লেখ্য, ‘অল ইন ওয়ান প্ল্যাটফর্ম’ দীর্ঘদিন যাবৎ উদ্যোক্তাদের মান উন্নয়ন, অন লাইনে পণ্য ক্রয়-বিক্রয় ও বিভিন্ন সেবা মূলক কর্মকান্ড করছেন অত্যন্ত সুনামের সাথে। এই প্লাটফর্মের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৮ হাজার নারী-পুরুষ।

অল ইন ওয়ান প্ল্যাটফর্মপাবনায় অল ইন ওয়ান প্ল্যাটফর্ম' এর ফটোগ্রাফি কনটেস্টের' পুরস্কার বিতরণ অনুষ্ঠান
Comments (0)
Add Comment