সৌদির আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় বেশ কয়েকটি এলাকায় ঈদুল আযহার নামাজ আদায়

রিজাউল করিম সাতক্ষীরা: সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার বেশ কয়েকটি এলাকায় ঈদুল আযহার খবর পাওয়া যাই।
মোবঙ্গলবার সকাল আটটায় সাতক্ষীরা সদরের ভাড়– খালী, তালার ইসলামকাঠি, শ্যমনগরের কাশিমারিসহ মোট সাতটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদরের ভাড়–খালীতে মাহবুবুর রহমানের ইমামতিতে সাতক্ষীরা সদরের ২০-২৬ জন মুসুল্লি নামাজে অংশ নেন।
অংশগ্রহণ করেন হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন কমিটি সাতক্ষীরা জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক ডিএম রবিউল ইসলাম।
মাহবুবুর রহমান বলেন, ওআইসির সিদ্ধান্তমতে বিশ্বের সকল মুসলমাদের সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা উচিত। নামাজের আয়োজন করেন ভাড়–খালি পাঞ্জেগানার সভাপতি আলহাজ আবু সালেক।

সাতক্ষীরাসৌদির আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় বেশ কয়েকটি এলাকায় ঈদুল আযহা
Comments (0)
Add Comment