বান্দরবানে রিজিয়নের তত্ত্বাবধানে বলিপাড়া জোন কর্তৃক থানচির দুর্গম এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ

মো:শিপন বান্দরবান প্রতিনিধি : আজ বান্দরবান জেলার অন্তর্গত থানচি, চিমলক, বলিপাড়া, বান্দরবান এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে লকডাউনে থাকা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বান্দরবান রিজিয়ন এর অধিনস্ত বলিপাড়া জোন।

এ সময় চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ এবং আলু সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রিসমুহ ২০০ পরিবারের মধ্যে বিতরন করা হয়। এই সময় ত্রান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম।

পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে ২৪ পদাতিক ডিভিশন।

এছাড়াও, ২৪ পদাতিক ডিভিশন এর সার্বিক দিক নির্দেশনায় এবং বান্দরবান রিজিয়নের তত্তাবধানে ভবিষ্যতেও পার্বত্য এলাকার মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ণ এবং তাদের যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

বান্দরবানবান্দরবান সেনা রিজিয়ন
Comments (0)
Add Comment