ইউসুফ আলী মন্ডল, নকলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর গ্রামে ১০ শতক জমিতে বেগুন চাষ করেছিল কৃষক হেদায়াত উল্লাহ। গত শুক্রবার ঐ জমি ঝালু, বুলবুলী, পরগনা, নাছিমা, রূপালী, তাদের নিজেদের দাবী করে হেদায়াতুল্লাহর সমস্ত বেগুন টাল কেটে লন্ডবন্ড করে ফেলে। এ ঘটনায় হেদায়াতুল্লাহ বাদী হয়ে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, রামপুর মৌজায় অবস্থিত এ ১০ শতক জমির মালিক হাবিবুর রহমান। হাবিবুর রহমানের কাছ থেকে বন্ধকী রেখে হেদায়াতুল্লাহ বেগুন চাষ করে ফলন্ত বেগুন ক্ষেত কেটে লন্ডবন্ড করে ফেলে। পরে হেদায়াতুল্লাহ বাদী হয়ে শনিবার ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দাবী করে চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছায়েদুল রহমানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।