সোম মল্লিক যশোর প্রতিনিধি : যশোর পৌরপার্কের পুকুরে নিখোঁজ ঝিনাইদহ ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র ফারহান তানভীর শুভর মরদেহ নৌবাহিনীর বিশেষ ডুবুরি দলের সদস্যরা উদ্ধার করেছে।
শনিবার (২৪ জুলাই) রাত আড়াইটার দিকে তারা পুকুর থেকে ফারহানের মরদেহ উদ্ধার করে। ডুবুরিদল পুকুরের মাঝখানে গভীর পানি থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।
ফারহান তানভীর শুভ শহরের আরবপুর এলাকার বিমান বাহিনীর কর্মকর্তা আকরাম হোসেনের ছেলে। জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে চারটায় পৌরপার্কের পুকুরে তিন বন্ধুর সাথে সাঁতার কাটতে গিয়ে মাঝ পুকুরে সে ডুবে যায়। পরে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। এরপর খুলনা নৌবাহিনীর ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে লাশ উদ্ধার করতে না পেরে, শনিবার সকাল ছয়টা পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করে।
পরে রাত আড়াইটার দিকে নৌবাহিনীর বিশেষ একটি ডুবুরি দল পুকুরে ফের উদ্ধার অভিযান শুরু করে। এ সময় তারা মেধাবী ক্যাডেট কলেজ ছাত্র ফারহান তানভীর শুভর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজের দশ ঘন্টা পর অবশেষে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় পুকুরপাড়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ ও নিহতের পিতা মাতাসহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।