সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে দ্রুতই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যু রোগীর সংখ্যা। করোনা শুরু থেকে ৩০ জুন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ৩৫ জন সেখানে চলতি মাসের ২৩ দিনের ব্যাবধানেই ২৭ জনের মৃত্যু ঘটে। জেলার স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায় ২০২০ সালের এপ্রিল মাসের ৭ তারিখ করোনায় আক্রান্ত হয়েছিল ১জন।
চলতি মাসে করোনা আক্রান্ত ও মৃত্যু রোগীর সংখ্যা বৃদ্ধি ব্যাপক ভাবে বৃদ্ধিপাচ্ছে। চলতি মাসেই ২৭ জনের মৃত্যু হয়। বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ৩১৪৮ জন, মৃত্যু ৬৪ জন, রংপুর মেডিকেলে রেফার্ড ২০ জন, আসোলেশনে উপজেলা হাসপাতালে আছে ১২ জন, সদরে ২৩ জন, হোম কোয়ারাইন্টেনে ৪৯২ জন, চিকিৎসাধীন রয়েছেন ৫২৭ জন। সুস্থ হয়েছেন ২৫৩৭ জন বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর কবির বিডি২৪ভিউজ কে এ তথ্য নিশ্চিত করেন।