পাবনা প্রতিনিধি : পাবনায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত তারা মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন ৭ জন। এছাড়াও সদরের মনোহরপুরে একজন মারা গেছেন।
উপসর্গে মৃতরা হলেন; জেলার আটঘরিয়া উপজেলার মিয়াপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে হাফিজ উদ্দিন (৮৫), ঈশ্বরদীর আব্দুস সামাদের ছেলে জার্জিস হোসেন (৭০), সুজানগরে দিরাজ উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৮৫), ফরিদপুরের ধানুয়াঘাটা গ্রামের জসিম উদ্দিনের ছেলে গোলজার উদ্দিন (৫০), পাবনা সদরের সিংগাবাজার এলাকার মাহমুদ আলী (৫৪)।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৩ জন ও উপসর্গে মারা যাওয়া ৪ জনের জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, গত ২৪ ঘন্টায় পাবনার ১৭৩৬ নমুনা পরীক্ষা করে ২০৯ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এসময় কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।