অভয়নগরে বর্মনপাড়া পুজা মন্দির পরিদর্শন করলেন ইউএনও

সোম মল্লিক যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান অভয়নগর গ্রামের বর্মনপাড়া সার্বজনীন পুজা মন্দির পরিদর্শন করেছেন। গতকাল বিকাল আনুমানিক ৫ টায় তিনি এ মন্দির পরিদর্শন করেন। মন্দিরের ছাদ ঢালাইয়ের জন্য প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহৃত হয়েছে কিনা তা তদন্তের জন্য তিনি মন্দির পরিদর্শনে আসেন বলে সুত্র জানায়।

প্রকল্পের সভাপতি শিশির বর্মন বলেন, ইউএনও মন্দির পরিদর্শনে এসে প্রকল্পের টাকা যথাযথভাবে ব্যবহার করা হয়েছে কিনা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বর এবং প্রকল্প অফিসের কেউ কোনো সুবিধা নিয়েছে কিনা সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এবিষয়ে বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান বলেন, ঐ মন্দিরে টিআর প্রকল্পের ৫৩ হাজার ৫শত টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। সে কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে।

এসময় স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন, প্রকল্পের সভাপতি শিশির বর্মন, মন্দর কমিটির সভাপতি ভজহরি বর্মন, সম্পাদক শ্যামপদ বর্মন, সদস্য বঙ্কিম বর্মন প্রমুখ।

অভয়নগর বর্মনপাড়া পুজা মন্দিরঅভয়নগরে বর্মনপাড়া পুজা মন্দির পরিদর্শন করলেন ইউএনও
Comments (0)
Add Comment