পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সামি হোসেন (২) উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। নিমাইচড়া ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান খোকন জানান, বুধবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল সামি। এসময় সকলের অগোচরে পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন টেরপেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।