রাঙ্গামাটি প্রতিনিধি : ” নিরাপদ মাছে ভরবো দেশ – মুজিব বর্ষে বাংলাদেশ ” এই স্লোগানে রাঙ্গামাটি সদর উপজেলায় প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে মাছ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে রাঙ্গামাটি শহরের ফিশারী বাঁধে ও তবলছড়ির খাদ্য গুদামে জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে এ চাল বিতরণ করা হয়। সাপছড়ি ইউনিয়নের ২৫৮ জন ও কুতুকছড়ি ইউনিয়নের ৭. ৮. ৯ নং ওয়ার্ডে ১৭৫ জন, মগবান ইউনিয়নে ৫৮৫ জনসহ মোট ১ হাজার ১৮ জন জেলের মাঝে ভিজিএফের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন – সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. আরশাদ বিন শাহিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুর রশিদ, ২ নং মগবান ইউপি চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, ৩ নং সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, ৪ নং কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমাসহ ইউপি সদস্যবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছের বংশ বিস্তার ও প্রাকৃতিক প্রজনন বাড়াতে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ রাখা হয়। হ্রদে পানি প্রয়োজনীয় পরিমাণে না বাড়ায় আবারও ৩১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত ১০ দিন বৃদ্ধি করা হয়েছে। সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে বিএফডিসি। এছাড়া কাপ্তাই লেকে নৌ-পুলিশের সহায়তায় বিএফডিসির নিয়মিত টহল অভিযান অব্যাহত রয়েছে।