ড. মানিক লাল দেওয়ান আর নেই

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি পাবর্ত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান আর নেই, চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে চট্টগ্রাম সার্জিস্কোপ হসপিটালে ব্রেনস্ট্রোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

ড. মানিক লাল দেওয়ানের কন্যা ঝুমা দেওয়ান জানান, তার বাবা বুধবার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল সে অবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করে সেখানে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। পরে উন্নতি না হওয়ায় চট্রগ্রামের বেসরকারী ক্লিনিক সার্জিস্কোপ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে ব্রেনস্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ইতিহাসের সবচেয়ে সফল ও উচ্চ শিক্ষিত চেয়ারম্যান ছিলেন ড. মানিক লাল দেওয়ান। তিনি বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহু বছর শিক্ষকতা করেছেন। তিনি ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল শুক্রবার নিজ বাড়ী মাঝের বস্তি পারিবারিক শ্মশানে বৌদ্ধ ধর্মীয় রীতিমতে দাহক্রিয়া সম্পাদন করা হবে।

ড. মানিক লাল দেওয়ানরাঙ্গামাটিরাঙ্গামাটি পাবর্ত্য জেলা পরিষদ
Comments (0)
Add Comment