মো. হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি : গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ব্যবস্থাপনার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে এসভা অনুষ্ঠিত হয়। একই সাথে গৌরীপুর করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ রবিউল ইসলাম স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। তিনি সভাকে জানান- গৌরীপুরে মোট ১৭ হাজার ৮ শত টিকা এসেছে, ইতোমধ্যে ১ম ধাপে ৮ হাজার ২শত ও ২য় ধাপে ৩ হাজার ৭ শত জনকে টিকা দেয়া হয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, ডা. হাসিবুল আসিফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।