রফিকুল ইসলাম সুইট : পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৬ তম শাহাদত বার্ষিকীতে জাতিয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে পরিচালিত জুম সফটওয়ারের মাধ্যমে আলোচনা অনুষ্ঠিত হয়। জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরাবতা পালনের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে জাতিয় পতাকা অর্ধনমিত রাখা, চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা, কবিতা প্রতিযোগীতা, পুষ্পার্ঘ অর্পন, এতিমদের মধ্যে খাবার বিতরণ, কোরানখানী, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসুচী গ্রহন করা হয়। এর আগে বেগম ফজিলাতুননেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিযুর রহমান, পুলিশ সুপার মহিবুল ইসলাম, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, ডা. আবু জাফর, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সমাজ সেবা কর্মকর্তা রাশেদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জোহা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান, শিক্ষা প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, গণপুর্তর নির্বাহী প্রকৌশলী আনোয়রুল আজিম, বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তানভির রহমান, জেল সুপার শাহ আলম খান, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান স্বপন, বাসস ও ভোরের কাগজ রফিকুল ইসলাম সুইট, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকী বিল্লা, পাবনা নাসিং কলেজের অধ্যক্ষ শাহেদা পারভীন খান , পাবনা টেকনিকেল কলেজের অধ্যক্ষ জমিদার রহমান, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমী প্রমূখ।