সুনামগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত বৃহৎ সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৭ টায় লন্ডনের একটি কনফারেন্স হলে সংগঠনের বিদায়ী সভাপতি ভিপি ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক আবাব মিয়ার পরিচালনায় ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশেম। নির্বাচন কমিশনার ছিলেন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মল্লিক, আব্দুল কাইয়ুম, আতাউর রহমান, শাহ সানাউর আলী। সম্মেলনে আরমান আলী (ছাতক) সভাপতি, নিয়াজুল ইসলাম চৌধুরী (দিরাই) সাধারণ সম্পাদক ও মো. শফিক আহমদ (জগন্নাথপুর) ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে শাহ সানোয়ার হোসাইন (দক্ষিণ সুনামগঞ্জ) ও সহসভাপতি রয়েছেন১৯ জন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ সরদার (দিরাই) সহ যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন আরও ৮ জন।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশেম। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস শহরের সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার সহ উপদেষ্টা পরিষদ রয়েছেন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ২১ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র আগামীর পথচলায় সুনামগঞ্জ জেলার সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করেছেন কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তরা।