তাজুল ইসলাম তছলিম হাতিয়া প্রতিনিধি : দ্বীপ উপজেলা নোয়াখালী হাতিয়ায় আগামী ১৫ ই আগস্ট বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, ইতিহাসের মহানায়ক স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৫ আগস্ট সকাল দশটার সময় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর হাতিয়া অফিসে এরিয়া ম্যানেজার মিতুল খান এর সভাপতিত্তে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী , হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আতিকুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ নাছির উদ্দিন মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ মাসুদ খান প্রমূখ।
এসময় অতিথিরা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনদর্শন, নীতি-আদর্শ, আত্মত্যাগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বৃক্ষরোপণ করা হয় এবং কভিড ১৯ দূর্যোগে ক্ষতিগ্রস্ত দের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরন করা হয় ।