নাইক্ষ্যংছড়িতে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত, ৬ রাউন্ড গুলি ২০ ইয়াবা উদ্ধার

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম সীমান্তে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি মোঃ শাহ আলম নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঘুনধুমের বেদবুনিয়া বাজারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ শাহ আলম কক্সবাজারের উখিয়া ১নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধের নাইক্ষ্যংছড়ি ও উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায় রাতে এলাকার মোস্ট ওয়ান্টেড ইয়াবা কারবারি মোঃ শাহ আলম কে উখিয়া থেকে আটক করা হয়।
পরে তাকে নিয়ে সীমান্তপথে ইয়াবার চালান আসছে এই খবরে গুন্দম সীমান্ত এলাকায় গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ইয়াবা চোরাকারবারীদের সাথে বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মোঃ শাহ আলম নিহত হয় বলে পুলিশ জানিয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানিয়েছেন পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে।

আপডেট নিউজ বান্দরবানবান্দরবানবান্দরবান জেলাবান্দরবান জেলা নিউজ
Comments (0)
Add Comment