ডাঃ এম.এ ওহাব খানের প্রজেক্ট থেকে মেছোবাঘ উদ্ধার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া উত্তরপাড়া ও হরিপুর ইউনিয়নের কাতুলী গ্রামের মাঝে দিয়ে লাউতিয়া অভিমুখী রাস্তার পাশে নির্মিত ডাঃ ওহাব খানের প্রজেক্ট থেকে ১ টি মেছোবাঘ উদ্ধার করেছে প্রজেক্টে কর্মরতরা।

শুক্রবার দিবারাত, ১২টার দিকে মেছোবাঘটি ধরে, প্রজেক্টে কাজ করা নৈশপ্রহরী রোকিব, ফিরোজ, আলমত ও স্থানীয় ব্যক্তিরা।

শনিবার সকালে খবর পাওয়ায় পর মেছো বাঘটিকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। প্রজেক্টে কর্মরত ফিরোজ হোসেন বলেন,আমি রাত ১২ টার দিকে লাইট নিয়ে বাইরে বের হয়েছি, তখন দেখি পুকুরের পাড়ের ওপর মেছো বাঘটি ঘুরতেছে। লাঠি দিয়ে আস্তে আঘাত করায়, অচেতন হয়ে পড়ে।তখন আমরা ধরে, জিআই তার দিয়ে বেধে পানি খাইয়ে সুস্থ করি।

সকালে থানায় খবর দিলে,পুলিশ এসে মেছো বাঘ টিকে উদ্ধার করে নিয়ে যায়। মেছো বাঘটি ধরা পড়ায়,এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে, তারা ধারনা করছে, আরো অনেক গুলো বড় মেছো বাঘ, এবং বাচ্চা আছে।

চাটমোহরডাঃ এম.এ ওহাব খানের প্রজেক্ট থেকে ১ টি মেছোবাঘ উদ্ধারমেছোবাঘ
Comments (0)
Add Comment