ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে সাংসদ ফিরোজ কবিরের বিশেষ লাইভ টকশো

নিজস্ব প্রতিনিধি : ২৭ জুলাই ডিজিটাল বাংলাদেশ এর রূপকার সজীব ওয়াজেদ জয় এর ৪৯ তম জন্মদিন উপলক্ষ্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এর স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির এর আয়োজনে অনুষ্ঠিত হয় একটি ওয়েবিনার। এই বিষয়ে ফেসবুকে বিশেষ লাইভ টকশো এর আয়োজন করে তার ওয়েব টিম বিভিন্ন প্রযুক্তি বিশেষজ্ঞ দের নিয়ে। এই বিশেষ টকশো তে স্ট্রিম ইয়ার্ড এর মাধ্যমে সংযুক্ত হন বাংলাদেশ ই কমার্স এ্যাসোসিয়েশন এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং এটু আই এর এক শপ এরটিম লিডার রেজোয়ানুল হক যামী, এস এম ই ভাই এর চিফ অফ অপারেশন অপারেশন সদরুল হাসান এবং ভার্চুয়াল মার্কেটিং সল্যুশন এর প্রধান নির্বাহী আশরাফুজ্জামান রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন সুজানগর পৌরসভার মেয়র এবং সুজানগর আওয়ামীলীগ এর সভাপতি জনাব আব্দুল ওয়াহাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। সঞ্চালনার দায়িত্বে ছিলেন নেক্সার ভেঞ্চার এর সি ই ও সাদি মহম্মদ।

সাংসদ আহমেদ ফিরোজ কবির বিডি২৪ভিউজ কে বলেন তার এলাকায় ডিজিটালাইজেশন নিয়ে অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যা কিনা সজীব ওয়াজেদ জয় এর সরাসরি অনুপ্রেরণা তে পাবনা-২ কে ডিজিটালাইজ অর্থনীতির সাথে সংযুক্ত করার জন্য তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। ওয়েবিনার এ সজীব ওয়াজেদ জয় এর বর্ণাঢ্য অবদান বাংলাদেশ এর ডিজিটালাইজেশন এ কে স্মরণ করে তাকে নিয়ে বিশদ আলোচনা সভা হয়। এছাড়া সুজানগর, বেড়া উপজেলা অঞ্চলে ডিজটালাইজেশনের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা হয়। আহমেদ ফিরোজ কবির এর কল্যাণে পাবনা-২ নির্বাচনী এলাকায় ডিজিটালাইজেশন এর অন্যরকম হাওয়া লেগেছে। উত্তরবঙ্গের প্রথম ডিজিটাল হাট পাবনা-২ আসনের এম পি আহমেদ ফিরোজ কবির এর উদ্যোগেই এবার উদ্বোধন করা হয়। এছাড়াও কৃষি ক্ষেত্রে খামারি দের ডিজিটাল উদ্যোগ এর সাথে সংযুক্ত করার লক্ষ্যে পাবনা এগ্রো নামে এই প্ল্যাটফরম টি এ টু আই এবং আই সি টি ডিভিশন এর পার্টনার হিসেবে সংযুক্ত হয়ে পাবনার এগ্রো পণ্য ব্র্যান্ডিং এর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তিনি এরকম আরো নানা উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষা ক্ষেত্রে ডিজিটালাইজেশন এর লক্ষ্যে তিনি ইতিমদ্ধ্যে অনলাইন এ শিক্ষা কার্যক্রম শুরু করেছেন। তিনি জানান এই সব ই এখন সম্ভব হচ্ছে সজীব ওয়াজেদ জয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ এর কার্যক্রম এর জন্য।

ওয়েবিনার এর আলোচক রেজোয়ানুল হক যামী বলেন, দেশে এখন ডিজিটালাইজেশন এর যে জোয়ার এসেছে তার মূলে রয়েছে সজীব ওয়াজেদ জয় এর দূরদর্শী নেতৃত্ব এবং তার ডিজিটালাইজেশন এর হাতিয়ার আই সি টি ডিভিশন। তিনি জানান একশপ পাবনা ২ এর খামারি দের উন্নয়নের জন্য সব সময় পাবনা এগ্রো এর পাশে থাকবে। এস এম ই ভাই এর চিফ অফ অপারেশন সদরুল হাসান বলেন বাংলাদেশ কে এগিয়ে নিতে ডিজিটালাইজ করতে এস এম ই গুলো কে ডিজিটালাইজ করার লক্ষ্যে তাঁরা কাজ করে যাচ্ছেন। এবং পাবনা এলাকার এস এম ই গুলো কে যেকোনো রকম কর্মশালার মাধ্যমে এগিয়ে নিতে তাঁরা সব সময় ই আগ্রহী। ভার্চুয়াল মার্কেটিং সল্যুশন এর সি ই ও আশারাফুজ্জামান রাসেল, ই গভারনেন্স এর উপর জোড় দেন। তিনি নিজে একটি ই গভেরনান্স এপ তৈরির ব্যাপারে তার কোম্পানির সর্বাত্মক সহযোগীতার ইচ্ছা প্রকাশ করেন। এছাড়াও উন্নয়ন কে সবার মাঝে ছড়িয়ে দেয়ার ব্যাপারে তিনি মত প্রকাশ করেন।

আপডেট নিউজ পাবনাআহমেদ ফিরোজ কবিরআহমেদ ফিরোজ কবির এমপি
Comments (0)
Add Comment