পাবনায় আরও ৪ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৬২ জন রোগী ভর্তি রয়েছে। একদিনে হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন ২ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গে ১ জন মারা গেছেন। এছাড়াও সদরে আরও ১ জন উপসর্গে মারা গেছেন।

উপসর্গে মৃতরা হলেন- জেলার চাটমোহরের পবাখালি গ্রামের কইমুদ্দিনের ছেলে রোসাই প্রামানিক (৬০), ঈশ্বরদী দাশুড়িয়া নওদাপাড়া মহল্লার মৃত ওসমানের ছেলে রফিক উদ্দিন (৭২), সদরের আরিফপুরের আকুব্বর প্রামানিকের মেয়ে, দাপুনিয়ার আলম মেম্বরের মা আনু বেগম (৬৫)।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনায় ১১৬৪ জনের নমুনায় ৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ। ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৩২ জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৫ জন। সুস্থ্য হয়েছেন ৯ হাজার ১৬৫ জন। প্রায় সাড়ে ৫ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৮ দশমিক ০১ শতাংশ। সুস্থ্যতার হার ৯২ দশমিক ৪৪ শতাংশ।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর জানান, করোনা মোকাবিলায় আমাদের দৈর্য্য ধারণ করতে হবে। হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই একটা স্বাভাবিক পরিস্থিতিতে যেতে পারবো। সবাই স্বাস্থ্যবিধি মেনে বিনাপ্রয়োজনে ঘর থেকে বের না হয়ে করোনা মোকাবিলা করতে সচেষ্ট থাকি।

পাবনায় আরও ৪ জনের মৃত্যু
Comments (0)
Add Comment