তৌহিদ উদ দৌলা রেজা: মুজিবনগর উপজেলায় ধুমপান ও তামাকজাত দ্রব্যের প্রচার ও প্রচারণার অপরাধে ব্যাবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার। তিনি আরো বলেন তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।
মুজিবনগর উপজেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার(নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে দোকানদারের কাছ থেকে এ ১৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মুজিবনগর উপজেলাধীন খননকৃত খাল ও নদীর নাব্যতা যথার্থ রাখা ও মাছচাষের উপযোগী রাখার স্বার্থে খাল/নদীতে পাট জাগ না দেবার জন্য কৃষকদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।